জাতীয়

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে ৮০ টাকার প্যাকেজে ‘ঈদ ভ্রমণ’

হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে ৮০ টাকার প্যাকেজে ‘ঈদ ভ্রমণ’

ঈদে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে সব ঘাট থেকে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জলপথে যাতায়াত করা মানুষ। কর্তৃপক্ষ বলছে, কর্মচারীরা ছুটিতে থাকায় ঈদের দিন থেকে টানা তিনদিন ওয়াটার ট্যাক্সিতে যাত্রী পারাপার বন্ধ থাকবে।

Advertisement

অথচ কয়েকটি ঘাট ঘুরে দেখা গেছে ভিন্নচিত্র। যে জনবল দিয়ে ওয়াটার ট্যাক্সি পরিচালনা করা হয়, তারা ঠিকই কাজ করছেন। কথিত ‘ছুটিতে থাকা’ কর্মচারীরাই ৩০ মিনিট ভ্রমণের জন্য ৮০ টাকার ‘ঈদ প্যাকেজ’ চালু করে রমরমা বাণিজ্য করছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিরঝিলের গুদারাঘাট, গুলশান-১, পুলিশ প্লাজা, রামপুরা ঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়।

জলপথে ভিড় আছে মানুষের-ছবি জাগো নিউজ

Advertisement

ঈদের দিনের মতোই দ্বিতীয় দিনেও হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে দর্শনার্থীদের প্যাকেজের আওতায় ভ্রমণ করানো হচ্ছে। এতে দর্শনার্থী-ভ্রমণপ্রেমীরা পরিবার-পরিজন নিয়ে ওয়াটার ট্যাক্সিতে ঘুরে খুশি হলেও সাধারণ যাত্রীরা পারাপারের সার্ভিস বন্ধ থাকায় বিরক্তি প্রকাশ করেছেন।

ঈদের দিন ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণ প্যাকেজ চালু ছিল, সেটা মেনে নিলাম। আজকেও যাত্রী পারাপার বন্ধ রেখে এমন প্যাকেজ চালু রাখা ঠিক হয়নি।

ওয়াটার ট্যাক্সি ঘাটে দেখা গেছে, টিকিট কাউন্টারগুলোর সামনে কাগজে প্রিন্ট করা নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে। শুধুমাত্র ৮০ টাকা ভাড়ায় ঈদ আনন্দ নৌ-ভ্রমণ প্যাকেজ চালু থাকবে।

আরও পড়ুন ১৫ মিনিটেই গুলশান থেকে কারওয়ানবাজার যানজটে নাকাল ঢাকাবাসীর স্বস্তি ওয়াটার ট্যাক্সিতে

গুদারাঘাট থেকে এফডিসি জেটিতে যাওয়ার জন্য ওয়াটার ট্যাক্সি ঘাটে এসেছেন আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি। টিকিট নিতে গিয়ে জানতে পারেন ট্যাক্সিতে যাত্রী পরিবহন বন্ধ। তিনি বলেন, ঈদের দিন ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণ প্যাকেজ চালু ছিল, সেটা মেনে নিলাম। আজকেও যাত্রী পারাপার বন্ধ রেখে এমন প্যাকেজ চালু রাখা ঠিক হয়নি।

Advertisement

দর্শনার্থীদের ভ্রমণ করানো হচ্ছে প্যাকেজের আওতায়-ছবি জাগো নিউজ

আরেক যাত্রী আদনান বলেন, যাত্রী পারাপারের জন্য ওয়াটার ট্যাক্সির ব্যবস্থা রাখার পর কিছু ট্যাক্সিতে ভ্রমণ প্যাকেজ চালু করলে ভালো হতো। এতে কেউই বিড়ম্বনার শিকার হতো না।

ঈদ ভ্রমণ প্যাকেজ দিচ্ছি বলেই এত ভিড়। শুধু যাত্রী পারাপার করলে ভিড় থাকতো না। যে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে, সেই ঘাটেই আবার বোটগুলো ফিরে আসছে। ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সুযোগ নেই। এটা শুধু নৌ-ভ্রমণ।

পুলিশ প্লাজা বা গুলশান-১ ওয়াটার ট্যাক্সি ঘাটে দায়িত্বরত কর্মী শিহাব বলেন, আমাদের এভাবে চালাতে বলেছে। তিনদিন বন্ধ থাকবে, তারপর আগের নিয়মে যাত্রী পারাপার করা হবে।

ঈদ প্যাকেজে আগ্রহী মানুষ-ছবি জাগো নিউজ

এফডিসি ঘাটের টিকিট বিক্রেতা আহমদ আলী বলেন, যাত্রী কম, ঈদ ভ্রমণ প্যাকেজ দিচ্ছি বলেই এত ভিড়। শুধু যাত্রী পারাপার করলে ভিড় থাকতো না। যে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে, সেই ঘাটেই আবার বোটগুলো ফিরে আসছে। ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সুযোগ নেই। এটা শুধু নৌ-ভ্রমণ।

এএএইচ/এসএইচএস/এএসএম