জাতীয়

১৩ বছর ধরে ঈদে অসহায়দের হাতে খাবার তুলে দিচ্ছে নতুনধারা

প্রতিবছরের মতো এবারও ঈদ ঘিরে মেজবানির আয়োজন করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ভাসমান ও নিরন্ন মানুষদের মাঝে সংগঠনটির ঈদখাদ্য বিতরণ কর্মসূচি ১৩ বছরে পদার্পণ করেছে।

Advertisement

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে গত ১৩ বছরের ধারাবাহিকতায় নিজ হাতে খাবার পরিবেশন করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

এসময় তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দলই ক্ষমতায় আসার আর ক্ষমতায় থাকার প্রতিযোগিতায় নেমে মানুষের কথা ভুলে যায়। এই যেমন আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াত আর ড. ইউনূসের বিরোধিতা করা হয়েছে, এখন ড. ইউনূস সরকারের পাশাপাশি অন্যরা আওয়ামী লীগের বিরোধিতা করছে। মাঝখানে অসহায় আমজনতা ঈদের দিনও থেকে যাচ্ছে অনাহারি-অর্ধাহারি।

খাবার বিতরণের সময় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এসময় নেতৃবৃন্দ দেশ ও জনগণের কল্যাণহীন নতুন-পুরোনো ষড়যন্ত্রকারী রাজনৈতিক দলগুলোকে চিহ্নিত করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, কারা রাজনীতির নামে মানুষকে বোকা বানাচ্ছে, তাদের বয়কট করার জন্য প্রস্তুতি নিন, তাদের চিহ্নিত করুন।

২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব থেকে অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে ‘রেড র‌্যালি’র মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। এরপর গত ১৩ বছর ধরে প্রতি সপ্তাহে এবং প্রতি ঈদে খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংগঠনটি। সারাদেশে ৪৭ জেলা ও ১০২টি উপজেলাসহ দুই শতাধিক শাখা গঠন করে ২০১৭ এবং ২০২২ সালে সব শর্ত মেনে নিবন্ধনের আবেদন করে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

এসইউজে/এমকেআর/এমএস

Advertisement