কিশোরগঞ্জের মিঠামইনে শালিসকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে জজ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৩০ মার্চ) রাতে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
Advertisement
জজ মিয়া হেমন্তগঞ্জ গ্রামের সুলমান মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
কেওয়ারজোড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, কিছুদিন পূর্বে তাজুল নামে এক আওয়ামী লীগের সমর্থককে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ঘটনাটি মীমাংসার জন্য হেমন্তগঞ্জ বাজারে একটি সামাজিক শালিস বসেন দুই পক্ষ। ওই সময় বিএনপির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে আওয়ামী লীগের সমর্থক জজ মিয়া নিহত হয়। এছাড়াও এ ঘটনায় জহিরুল ইসলামের স্ত্রী মিনারা, আব্দুল হাসিমের ছেলে ইসমাঈল, নুরুল ইসলামের ছেলে রশিদ মিয়া গুরুতর আহত হয়েছেন। তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তি সম্ভবত স্ট্রোক করে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।
Advertisement
এসকে রাসেল/আরএইচ/এমএস