দেশজুড়ে

চাঁদরাতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

চাঁদরাতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতের নাম তালেব শেখ (৬৫)। তিনি ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার পেড়োলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের লস্কর বাড়ি ও শেখ বাড়ির লোকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদরাতে ওই গ্রামের সুইচগেট বাজার এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে শেখ বংশের তালেব শেখ গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি এখন শান্ত। মরদেহর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

হাফিজুল নিলু/আরএইচ/এমএস