বাঁকা চাঁদের ওই হাসিতে খুশির নাচন নাচল মন, সব পাখি গাইল সাথে নাচলো আরও ফুলের বন।
Advertisement
ফুলের বুকে সুবাস যত ছড়িয়ে দিলো রাশি রাশি, সব ভেদাভেদ ভুলে গিয়ে বাজল আবার মিলনবাঁশি।
ঈদগাহেতে পড়বে নামাজকরবে সবাই কোলাকুলি, ঈদের খুশি ভাগ করতে গরিব-দুঃখী নাইবা ভুলি।
কোরমা-পোলাও, ফিরনি-সেমাইরান্না হবে বাড়ি বাড়ি, ছেলে-মেয়ের নতুন পোশাক মা-বোনেরা পরবে শাড়ি।
Advertisement
নিত্য যদি এমন হতো লাগতো সবার কত ভালো,ঈদ আনন্দ ঘরে ঘরে নিভিয়ে দিক আঁধার কালো।
এসইউ/এমএস