জাতীয়

বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশ নিতে বিপুল সংখ্যক মুসল্লি

বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশ নিতে বিপুল সংখ্যক মুসল্লি

ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সোমবার (৩১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

Advertisement

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশ নিতে ফজর নামাজের পরই মুসল্লিরা আসতে শুরু করেন। ঈদ জামাত উপলক্ষে বায়তুল মোকাররম ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ গেটগুলোতে বসানো হয়েছে আর্চওয়ে। দক্ষিণ গেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর দেখা গেছে। এ গেটে দুটি আর্চওয়ে দিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেখা গেছে।

আরও পড়ুন

Advertisement

বায়তুল মোকাররম মসজিদে ঈদুল ফিতরের ৫ জামাত জাতীয় ঈদগাহে আসবেন না রাষ্ট্রপতি, ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে

সকাল ৭টার আগেই মসজিদ মুসল্লিতে মোটামুটি পূর্ণ হয়ে যায়। ঈদ জামাত উপলক্ষে বায়তুল মোকাররমের প্রবেশ এবং বের হওয়ার গেটগুলোতে বিপুল সংখ্যক ভিক্ষুককে অবস্থান নিতে দেখা গেছে।

বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হচ্ছে সকাল ৭টায়। এতে ইমাম রয়েছেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির থাকবেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান এ জামাতে ইমাম থাকবেন। মুকাব্বির থাকবেন প্রধান খাদেম মো. নাসির উল্লাহ।

ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান তৃতীয় জামাতে ইমাম থাকবেন। সকাল ৯টায় এ জামাত হবে। এ জামাতে মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

Advertisement

আরও পড়ুন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা চাঁদরাতে উৎসবমুখর ঢাকার ঈদবাজার

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এ জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ এবং মুকাব্বির থাকবেন খাদেম মো. আলাউদ্দীন।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এ জামাতে ইমামতি করবেন। তার সঙ্গে মুকাব্বির হবেন মসজিদের খাদের মো. রুহুল আমিন।

এ পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. জাকির হোসেন বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএমএম/এমকেআর