দেশজুড়ে

চুয়াডাঙ্গাবাসীর ঈদ কাটবে তীব্র গরমে

চুয়াডাঙ্গাবাসীর ঈদ কাটবে তীব্র গরমে

আসন্ন ঈদুল ফিতর উদযাপনে চুয়াডাঙ্গার মানুষের জন্য স্বস্তির চেয়ে অস্বস্তির কারণ হতে পারে তীব্র গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঈদের সময় জেলায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা জনজীবনে ভোগান্তি বাড়াবে।

Advertisement

রোববার (৩০ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার (২৯ মার্চ) ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার (২৮ মার্চ) ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

জেলায় সবশেষ বৃষ্টি হয়েছে ২১ মার্চ। তারপর থেকেই প্রখর রোদ আর প্রচণ্ড গরমের মধ্যে রোজা পালন করছেন এ জেলার মুসলিম ধর্মাবলম্বীরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান তাপপ্রবাহ ঈদের সময়ও অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দুপুরের দিকে প্রচণ্ড গরম অনুভূত হবে, যা ঈদের নামাজ ও ঘোরাঘুরির পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

Advertisement

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, আজ দুপুরে জেলায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, মার্চের শেষ সপ্তাহ থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আগামী কয়েকদিন এমন থাকতে পারে। তবে ঈদের পরদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। জেলায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আওলিয়ার রহমান বলেন, এই তীব্র গরমে শিশু ও বৃদ্ধদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং হালকা পোশাক পরার পরামর্শ দিয়েছেন তিনি।

হুসাইন মালিক/এসআর/এমএস

Advertisement