দেশজুড়ে

আগুনে পুড়ে ছাই পাঁচ পানচাষির স্বপ্ন

আগুনে পুড়ে ছাই পাঁচ পানচাষির স্বপ্ন

মাদারীপুরের কালকিনিতে পানের বরজে আগুন লেগে পাঁচ চাষির প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (৩০ মার্চ) বিকেলে কালকিনির পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের নুর ইসলাম ঘরামীর ছেলে রুবেল ঘরামী তার নিজ জমিতে বিভিন্ন ধরনের আবর্জনা পোড়ানোর জন্য আগুন দেন। পরে রুবেল ঘরামীর দেওয়া আগুন তার জমির পাশের পানের বরজে লেগে যায়। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি পানের বরজে ছড়িয়ে পড়ে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।

আগুনে পানচাষি এনায়েত হোসেন, শাহেদ বেপারী, আবুল রাড়ী, আব্দুর রব রাড়ী ও মালেক বেপারীর পাঁচটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে জানান চাষিরা।

ক্ষতিগ্রস্ত পানচাষি এনায়েত হোসেন বলেন, ‘রুবেল ঘরামী তার নিজ জমিতে আগুন দেয়। আর সে আগুন এসে আমাদের পাঁচটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন কীভাবে বাঁচবো?’

Advertisement

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বলেন, আগুন লাগার অনেক সময় পরে আমরা খবর পেয়েছি। তবে আমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস

Advertisement