আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ মার্চ ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

গাজায় ঈদের দিনও ইসরায়েলি হামলা, নিহত ৫ শিশুসহ ৯ ফিলিস্তিনিসারা বিশ্ব যখন ঈদুল ফিতরের আনন্দে মাতোয়ারা, তখন গাজার আকাশে বোমার গর্জন, বাতাসে কান্নার শব্দ। দখলদার ইসরায়েলের হামলা থেকে মুক্তি মিলছে না ঈদের দিনও। রোববার (৩০ মার্চ) ঈদের সকালে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ শিশুসহ অন্তত নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-আকসায় ঈদের নামাজ পড়লেন ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনিইসরায়েলি নিষেধাজ্ঞা ও হামলার আশঙ্কা উপেক্ষা করে প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি মুসল্লি রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। স্বাভাবিকভাবেই এত বিপুল সংখ্যক মুসল্লির জায়গা হয়নি মসজিদে, তাই মসজিদ প্রাঙ্গণের বাইরেও অসংখ্য মুসল্লি নামাজ পড়তে বাধ্য হন। গত বছর আল-আকসায় ৪০ হাজার ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেছিলেন।

৩০ মার্চ ঈদ উদযাপন করছে যেসব দেশদেশে দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মাসভর সিয়াম সাধনা শেষে ঈদের আনন্দে মেতেছে মুসলিম বিশ্বের একাংশ। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী একটি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাস কতদিনে যাবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর।

Advertisement

মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ১৭০০, নতুন ভূমিকম্পে ফের আতঙ্কমিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির সামরিক প্রধান মিন অং হ্লাইং। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক ফোনালাপে তিনি জানান, প্রায় ৩ হাজার ৪০০ মানুষ আহত হয়েছেন এবং ৩০০ জন এখনো নিখোঁজ।

সাহায্য নিয়ে মিয়ানমার ছুটছে প্রতিবেশীরাশক্তিশালী ভূমিকম্পের পর মিয়ানমারে উদ্ধার তৎপরতায় সহায়তা করতে বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলো হাত বাড়িয়ে দিয়েছে দুর্গতদের সহায়তায়।

মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় আংশিক যুদ্ধবিরতি ঘোষণামিয়ানমারের জাতীয় ঐক্য সরকার (এনইউজি) ভূমিকম্পপ্রবণ এলাকায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। শুক্রবারের (২৮ মার্চ) ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘ এরই মধ্যে ২০ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তা জানিয়েছে।

রাস্তায় ঈদের নামাজ পড়া যাবে না ভারতের শহরে, নিয়ম ভাঙলেই কঠোর সাজাঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে সম্প্রতি উত্তর প্রদেশের মিরাট পুলিশ এক কড়া নির্দেশনা জারি করেছে। ঈদে রাস্তায় নামাজ আদায় করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যা পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্স জব্দের মতো সিদ্ধান্তে গড়াতে পারে বলে সতর্ক করেছে তারা।

Advertisement

ভারতে মসজিদে বিস্ফোরণ, গ্রেফতার ২ভারতের মহারাষ্ট্রে একটি মসজিদের ভেতরে রোববার (৩০ মার্চ) ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে মসজিদের মেঝে ও কাঠামোয় ফাটল দেখা দিলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, বাঁচেনি যাত্রীদের কেউযুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি আবাসিক এলাকায় ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে বসতবাড়িতে আঘাত হেনেছে। শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আইওয়া থেকে উড্ডয়ন করা এই প্লেনটি ব্রুকলিন পার্কের একটি বাড়িতে আছড়ে পড়ে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এসব তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের রাস্তায় শিশু জন্ম দিলেন মাথাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ব্যাংককের ‘পুলিশ জেনারেল হাসপাতালের’ বাইরে রাস্তার উপরই এক শিশুর জন্ম দিয়েছেন এক নারী। মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কেএএ/এমএস