চলতি বছরের বাকি মাসগুলোতে বেশ ব্যস্ত সময় কাটাবে অস্ট্রেলিয়া ক্রিকেটের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজ সফর ও অ্যাশেজ সিরিজের সূচি আগে থেকেই দেওয়া ছিল। আজ রোববার ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সূচিও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
Advertisement
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। এ সফরে সাদা বলে ৮টি ম্যাচ খেলবে ভারত। সিএ ঘরোয়া গ্রীষ্মকালীন সূচি ঘোষণা করেছে রোববার। অ্যাশেজ সিরিজের সূচি ঘোষণার পর সিএ জানিয়েছে, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান পুরুষ দল তাদের ঘরোয়া মৌসুমে প্রতিটি রাজ্য ও অঞ্চলে ম্যাচ খেলবে।
ভারত প্রথমে তিনটি ওয়ানডে খেলবে, যা ১৯, ২৩ ও ২৫ অক্টোবর যথাক্রমে পার্থ, অ্যাডিলেড এবং সিডনিতে অনুষ্ঠিত হবে। এরপর ক্যানবেরায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি, এবং পরবর্তী চারটি ম্যাচ মেলবোর্ন, হোবার্ট, গোল্ড কোস্ট এবং ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
ভারতের আগমনের আগে দক্ষিণ আফ্রিকাকে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া।
Advertisement
দক্ষিণ আফ্রিকা সিরিজের বিশেষ আকর্ষণ- ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ডারউইনের প্রত্যাবর্তন। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশকে এ ভেন্যুতে আতিথ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর প্রায় অকেজো হয়ে পড়ে ডারউইনের স্টেডিয়াম। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাণ ফিরছে ডারউইনে।
এবার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ডারউইনে খেলবে, আর শেষ ম্যাচ হবে কেয়ার্নসে। ওয়ানডে সিরিজও কেয়ার্নসে শুরু হবে, এরপর শেষ দুটি ম্যাচ ম্যাকায়ে অনুষ্ঠিত হবে।
সাদা বলের সব ম্যাচ শেষ হওয়ার পর ১২ দিনের বিশ্রাম যাবে অস্ট্রেলিয়া দল। এরপর ২১ নভেম্বর পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট খেলবে অসিরা।
এমএইচ/জেআইএম
Advertisement