দেশজুড়ে

বান্ডিল বান্ডিল টাকা বিলাচ্ছেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

বান্ডিল বান্ডিল টাকা বিলাচ্ছেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে এক ছাত্রদল নেতার বান্ডিল বান্ডিল টাকা বিলানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Advertisement

টাকা বিলি করা ওই নেতা হলেন মাসুদুর রহমান মাসুদ। তিনি রূপগঞ্জের বাসিন্দা এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। বর্তমানে জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাসুদ।

২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরিহিত মাসুদ গুনে গুনে প্রত্যেকের হাতে টাকা ধরিয়ে দিচ্ছেন। তাকে টাকা গুনতে সাহায্য করতে দেখা যাচ্ছে একজনকে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ জাগো নিউজকে বলেন, ‘টাকাগুলো আমার ওয়াইফাই ও ডিস লাইনের ব্যবসার লাভের অংশ। আমি ১৫-১৬ বছর ধরে এই ব্যবসা করি। প্রতিবছর কর্মীদের পাঞ্জাবি কিনে দিলেও এবার সময়-সুযোগ না পাওয়ায় সরাসরি টাকা তুলে দিয়েছি।’

Advertisement

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস