আন্তর্জাতিক

রাস্তায় ঈদের নামাজ পড়া যাবে না ভারতের শহরে, নিয়ম ভাঙলেই কঠোর সাজা

রাস্তায় ঈদের নামাজ পড়া যাবে না ভারতের শহরে, নিয়ম ভাঙলেই কঠোর সাজা

ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে সম্প্রতি উত্তর প্রদেশের মিরাট পুলিশ এক কড়া নির্দেশনা জারি করেছে। ঈদে রাস্তায় নামাজ আদায় করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যা পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্স জব্দের মতো সিদ্ধান্তে গড়াতে পারে বলে সতর্ক করেছে তারা।

Advertisement

মিরাটের পুলিশ সুপার (সিটি) আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, ঈদের নামাজ কেবল মসজিদ কিংবা নির্ধারিত ঈদগাহেই আদায় করতে হবে। কেউ রাস্তায় নামাজ আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন>>

ভারতে পুলিশের সামনেই তারাবির সময় মসজিদে ‘হামলা’ ভারতে হোলি উৎসবের জন্য ত্রিপলে ঢেকে দেওয়া হলো মসজিদ ভারতে প্রকাশ্যে নামাজ পড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার

এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেন, যদি কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়, তাহলে তার পাসপোর্ট ও লাইসেন্স বাতিল হতে পারে। নতুন পাসপোর্ট পেতে আদালতের অনাপত্তি সনদ (এনওসি) লাগবে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব নথি বাজেয়াপ্ত থাকবে।

Advertisement

মিরাটের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিপিন তাডা জানান, জেলা ও থানা পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গুজব ছড়ানো বা সামাজিক মাধ্যমে উসকানিমূলক প্রচার চালানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া নজরদারি রাখা হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

নিরাপত্তা জোরদারে প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়েছে। আগের অভিজ্ঞতার ভিত্তিতে সংবেদনশীল এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জয়ন্ত সিং চৌধুরী জানান, নিরাপত্তা নিশ্চিত করতে আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে এবং গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে। সংবেদনশীল এলাকায় উর্দি পরিহিত ও সাদাপোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে।

Advertisement

মিরাট পুলিশ হুঁশিয়ারি দিয়েছে, যারা রাস্তায় নামাজ আদায়ের নিয়ম ভাঙবে, তাদের পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হতে পারে এবং নতুন পাসপোর্ট পেতে হলে আদালতের অনুমোদন নিতে হবে।

সূত্র: এনডিটিভিকেএএ/