দুই বছর ঈদে সালমান খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। কিন্তু এবারে ভাইজান একেবারে ধামাকা নিয়ে আসছেন। অনেকেই জানতে চাচ্ছেন কত কোটির অগ্রিম বুকিং করল ভাইজানের সিনেমা। সালমান খানের সিকান্দার আজ (৩০ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত এই অ্যাকশন ছবি দিয়ে সালমান খান ২ বছর পর ঈদে বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন।
Advertisement
এক সময়ে ঈদ মানেই ছিল সালমান খানের সিনেমা। তবে ভাইজান ফিরছেন, আর সেটাও ধামাকা দিয়ে। সালমানের সিনেমা মুক্তির আগেই, কত কোটির ব্যবসা করল, ‘সিকান্দার’র অবস্থান কোথায়-এমন তথ্য জানতে সিনেমাপ্রেমীরা মুখিয়ে রয়েছেন।
যদিও ২ বছর পর সালমানের কোনো সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। কিন্তু টিকিটের অগ্রিম বুকিংয়ে সেভাবে ছাপ ফেলতে পারল না ‘সিকান্দার’। এখন পর্যন্ত ‘সিকান্দার’র ১০ কোটি রুপি অগ্রিম বুকিং হয়েছে। তবে ভিকি কৌশলের ২০২৫ সালের মুক্তিপ্রাপ্ত ‘ছাবা’ ১৫ কোটি রুপির অগ্রিম বুকিং পেয়েছিল। তবে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, স্পট বুকিং ভালো হবে এবং রবিবার মুক্তি পেলে সিনেমাটি ভালো উদ্বোধন পেতে পারে।
স্যাকনিল্কের রিপোর্ট থেকে জানা গেছে, ‘সিকান্দার’ প্রথম দিনে প্রায় ২৫-৩০ কোটি রুপি আয় করবে, যা ‘ছাবা’ সিনেমার ৩১ কোটির মাইলফলককে পিছনে ফেলে দেবে। এমনকী, ট্রেড বিশষজ্ঞরা জানিয়েছেন যে, স্পট বুকিং ঠিকঠাক হলে, তা ইতিহাসও গড়ে দিতে পারে। কারণ ঈদের সময় সিনেমাটি মুক্তি পেয়েছে।
Advertisement
এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ দিয়ে প্রায় দেড় বছর পর বড়পর্দায় আসছেন সালমান খান। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ভাইজান অভিনীত ‘টাইগর ৩’। ‘সিকান্দার’ সিনেমায় সালমানের নায়িকা রাশমিকা মান্দানা। এই সিনেমায় আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ এবং শারমন যোশি।
এদিকে মুক্তির মাত্র কিছু ঘণ্টা আগে, শনিবার রাতে অনলাইনে ফাঁস হয়ে যায় ‘সিকান্দার’। ট্রেড বিশ্লেষক কোমল নাহতা জানান যে, নির্মাতারা এরপর প্রায় ৬০০টি পাইরেটেড অ্যাকাউন্ট থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। যা নিঃসন্দেহে ‘সিকান্দার’র ব্যবসায় প্রভাব ফেলবে।
আরও পড়ুন:
মুক্তির আগেই ৬০০ ওয়েবসাইটে ফাঁস সালমানের ‘সিকান্দার’ ‘সিকান্দার’ সিনেমা নিয়ে কি ভয় পাচ্ছেন সালমান খাননাহতা নিজেও এই নিয়ে বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘গত রাতে প্রযোজকরা ৬০০টি সাইট থেকে সিনেমাটি সরিয়ে নিতে বলেছিলেন, কিন্তু নিঃসন্দেহে বড় ক্ষতি হয়েছে। পাইরেটেড কপির সংখ্যাবৃদ্ধি অব্যাহত ছিল এবং এখনো অব্যাহত রয়েছে। নিন্দনীয় কাজ, যার কারণে সালমান অভিনীত সিনেমার প্রযোজককে চরম মূল্য দিতে পারে।’
Advertisement
এমএমএফ/এমএস