দেশে দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মাসভর সিয়াম সাধনা শেষে ঈদের আনন্দে মেতেছে মুসলিম বিশ্বের একাংশ। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী একটি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাস কতদিনে যাবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর।
Advertisement
শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার দেশগুলো রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করছে।
আরও পড়ুন>>
ঈদের আনন্দ নেই গাজায় গাজায় ঈদের দিনও ইসরায়েলি হামলা, নিহত ৫ শিশুসহ ৯ ফিলিস্তিনি বাংলাদেশে ঈদের তারিখ নিয়ে খালিজ টাইমসের সূত্রবিহীন প্রতিবেদনএকনজরে দেখে নেওয়া যাক ৩০ মার্চ ঈদ উদযাপন করছে কোন কোন দেশ-
Advertisement
সৌদি আরব ২৯ মার্চ ঘোষণা দেয়, দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতআমিরাতের চাঁদ দেখা কমিটি নিশ্চিত করেছে, ২৯ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেছে, ফলে ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির সরকারি ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি শাওয়াল ১ থেকে শাওয়াল ৩ পর্যন্ত থাকবে। এছাড়া আগের ঘোষণা অনুযায়ী, সম্ভাব্য ৩০ রমজানের দিনও (৩০ মার্চ) সরকারি ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে।
বাহরাইনবাহরাইনের সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স জানিয়েছে, দেশটিতে ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।
এছাড়া নিম্নলিখিত দেশগুলোতেও শনিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর ৩০ মার্চ ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে:
Advertisement
- কুয়েত- কাতার- ইয়েমেন- ফিলিস্তিন - লেবানন- সুদান- সোমালিয়া- জিবুতি- তুরস্ক- যুক্তরাজ্য
এদিকে, যেসব দেশে শনিবার চাঁদ দেখা যায়নি, সেখানে ঈদুল ফিতর এক দিন পরে, অর্থাৎ ৩১ মার্চ উদযাপিত হতে পারে।
সূত্র: খালিজ টাইমসকেএএ/