আইপিএলে এবারের আসরের নবম ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান্স। আহমেদাবাদে এই ম্যাচে টস জিতেছেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি। অর্থাৎ গুজরাট ব্যাটিং করবে।
Advertisement
দুই দলই তাদের প্রথম ম্যাচ হেরেছে। মুম্বাই ৪ উইকেটে হারে চেন্নাই সুপার কিংসের কাছে, গুজরাটকে ১১ রানে হারায় কিংস ইলেভেন পাঞ্জাব।
গুজরাট একাদশশুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেয়াতিয়া, রশিদ খান, শাই কিশোর, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।
মুম্বাই একাদশরোহিত শর্মা, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নামান ধির, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), মিচেল স্যান্টনার, দিপক চাহার, ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান, সত্যনারায়ন রাজু।
Advertisement
এমএমআর/জেআইএম