মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। আগামী ৭ এপ্রিল থেকে হাইকমিশনের কার্যক্রম নতুন ঠিকানায় পরিচালিত হবে।
Advertisement
নতুন চ্যান্সারি ভবনটি কুয়ালালামপুরের লোরং ইয়াপ ক্বান সেং ৫০৪৫০ এর ৮ নং ভবন। নতুন এ ঠিকানায় সব ধরনের কনস্যুলার কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষ সব প্রবাসী বাংলাদেশিকে উল্লেখিত নতুন ঠিকানায় আসার অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন কুয়ালালামপুরের যে পাঁচ জায়গায় টহল বৃদ্ধি করেছে ইমিগ্রেশন মালয়েশিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটানতুন ঠিকানায় হাইকমিশনের কার্যক্রম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে-ফোন: ৬০৩-২৬০৪ ০৯৪৬ / ৪৮ / ৪৯ফ্যাক্স: ৬০৩-২৬০৪ ০৯৩৪ / ২৬০৪ ০৯৩৫ইমেইল: mission.kualalumpur@mofa.gov.bdওয়েবসাইট: kualalumpur.mofa.gov.bdবাংলাদেশ হাইকমিশন কর্তৃক দেওয়া গুগল ম্যাপ লোকেশন লিংক: maps.app.goo.gl/RjCLXQazJKrTLggV9?g_st=aw
Advertisement
হাইকমিশন কর্তৃপক্ষ প্রবাসীদের নতুন ঠিকানায় যথাযথ সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
কেএসআর/এএসএম