বর্ষার আগেই চট্টগ্রাম মহানগরীর সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এজন্য সেবা সংস্থাগুলোর মাঝে সমন্বয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
Advertisement
শুক্রবার (২৮ মার্চ) নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের সঙ্গে জলাবদ্ধতা নিরসনে করণীয় নিয়ে আলোচনায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্ষার আগেই চট্টগ্রামের সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে জলাবদ্ধতা নিরসনে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। বিশেষ করে চলমান প্রকল্পগুলোর কারণে সৃষ্ট জনদুর্ভোগ যেন সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বন্দরসহ সবগুলো সংশ্লিষ্ট সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, আমি বেশকিছু খালে গিয়ে দেখলাম সেগুলোটা যেন ডাম্পিং স্টেশন হয়ে গেছে। যা শহরে জলাবদ্ধতা সৃষ্টি করছে, কর্ণফুলী নদীকেও হত্যা করছে। এজন্য আমার মনে হয় প্রয়োজনে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া দরকার। যারা নিয়ম মানছেন না, আইনের মধ্যে চলছেন না অথবা সুন্দর শহর গড়ার আমাদের যে প্রত্যয় সেটার বিরুদ্ধে কাজ করছেন, যারা নালা-খাল দখল করছেন তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালু রাখতে হবে, প্রয়োজনে জোরদার করতে হবে।
Advertisement
মেয়র বলেন, শুধু হাজার হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্প করে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। বরং প্রকল্পের পাশাপাশি জনসচেতনতা, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত নগরায়নও জরুরি।
বর্ষায় জনভোগান্তি নিরসনে ওয়াসাকে বর্ষার আগে সড়ক কাটা বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএর জলাবদ্ধতা নিসরন প্রকল্পের প্রকল্প পরিচালক লে. কর্নেল ফেরদৌস আহমেদ ও মেয়রের জলাবদ্ধতা-বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বর্ষাকালে নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
Advertisement
এমডিআইএইচ/এমকেআর/এএসএম