সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদী থেকে বালু উত্তোলন করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাহিরপুর উপজেলার ধুতমা গ্রামের লোকজন শুক্রবার দুপুরে বৌলাই নদী থেকে বালু উত্তোলন করতে গেলে লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাদের বাঁধা দেয়। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ নদীর পাশে একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের ছয়জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।
লিপসন আহমেদ/আরএইচ/এএসএম
Advertisement