দেশজুড়ে

নিহতের পরিবারকে ঈদ উপহার পাঠালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিহতের পরিবারকে ঈদ উপহার পাঠালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বরগুনায় মেয়েকে ধর্ষণের বিচার চেয়ে মামলা দায়েরের পর বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Advertisement

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নিহতের স্ত্রীর হাতে এ উপহার তুলে দেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

জেলা প্রশাসন সূত্র জানায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ উপহারের মধ্যে নগদ ২৫ হাজার টাকা, নিহতের স্ত্রীকে একটি শাড়ি, তার তিন মেয়ের জন্য ঈদের জামা এবং খাদ্য সামগ্রী হিসেবে চাল, চিনি, লবণ, তেল ও সেমাই দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে নিহতের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের নানাভাবে সহযোগিতা করা হয়েছে।

Advertisement

নুরুল আহাদ অনিক/আরএইচ/জিকেএস