জোকস

আজকের কৌতুক: বিয়ে করতে ছেলের ভয়, বাবার পরামর্শ

আজকের কৌতুক: বিয়ে করতে ছেলের ভয়, বাবার পরামর্শ

বিয়ে করতে ছেলের ভয়, বাবার পরামর্শ

Advertisement

ছেলে: বাবা আমি বিয়ে করবো না, আমার সব মেয়েদেরই ভয় লাগে। বাবা: একবার বিয়ে কর, দেখবি শুধু একটা মেয়েকেই ভয় লাগছে, বাকি সব মেয়েদের ভালো লাগছে।

****

বউ কথা না শুনলে যা করবেনএক বন্ধু আরেক বন্ধুকে বলছে-

Advertisement

রমেশ: যদি তোর বউ তোর কথা না শোনে, তবে…বিমল: তবে কী?রমেশ: এত আগ্রহভরে শুনতে চেয়ে লাভ নেই।বিমল: কেন?রমেশ: বরের কথা আসলে কোনও বউই ঠিকমতো শোনে না।বিমল: তাহলে কী করতে বলছিস?রমেশ: সবসময় বউয়ের কথা তুই মেনে নিবি। সে হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ।

****

গরু সব ঘাস খেয়ে ফেলেছে

শিক্ষক: গরু ঘাস খাচ্ছে এমন একটা ছবি আঁকো। কিছুক্ষণ পর-ছাত্র: স্যার আমার আঁকা শেষ।শিক্ষক: আমি আঁকতে বলেছি গরু ঘাস খায় আর তুমি শুধু গরু এঁকেছ কেন?ছাত্র: গরু সব ঘাস খেয়ে ফেলেছে স্যার।

Advertisement

কেএসকে/এমএস