ঈদুল ফিতরের আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ অফিস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল, শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা নয়দিনের সরকারি ছুটি। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
Advertisement
ঈদের ছুটির আগে বৃহস্পতিবার সচিবালয় ছিল অনেকটাই স্বাভাবিক। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মধ্যেই কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। উপস্থিতি স্বাভাবিক।
সচিবালয়ের গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতোই ছিল পূর্ণ। তবে দর্শনার্থী ছিল কিছুটা কম। তাই লিফটগুলোর সামনে অন্যান্য দিনের মতো ভিড় দেখা যায়নি।
এক নম্বর ও দুই নম্বর গেইটের মাঝখানে অতিথি অভ্যর্থনা কক্ষে সচিবালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের আনাগোনা ছিল কম। লিফট চালকদের কর্মকর্তা ও সচিবালয়ে আসা অতিথিদের কাছ থেকে ঈদের বকশিশ আদায় করতে দেখা গেছে।
Advertisement
ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছেন।
আরও পড়ুনএবার ঈদে দীর্ঘ ছুটিঈদে টানা ৯ দিনের ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা
ওষুধ নিতে সকাল থেকে সচিবালয় ক্লিনিকে ভিড় দেখা গেছে। অন্যান্য দিনের মতো টিসিবির ট্রাক থেকেও পণ্য নিচ্ছেন সরকারি কর্মচারীরা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ৩১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনাই প্রবল।
Advertisement
ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু'দিনের সাপ্তাহিক ছুটি।
এই পরিস্থিতিতে ২৮ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটির সুযোগ করে দিতে ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার।
গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। সরকারি অফিস শেষ হওয়ায় বৃহস্পতিবার বিকেলের পর লঞ্চ, রেল ও বাসস্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরএমএম/এমএইচআর/এএসএম