ক্যাম্পাস

ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ পারভীন সুলতানা

ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ পারভীন সুলতানা

ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের কর্মকর্তা৷ এর আগে তিনি ঢাকা কলেজেই অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

মঙ্গলবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. মাহবুব আলমের সই করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভীন সুলতানা হায়দারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হলো৷ একই সঙ্গে তাকে আগামী ২৭ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত আবশ্যিকভাবে পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্ৰক্ৰিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী। তবে শিক্ষার্থীদের আপত্তির মুখে তিনি সরাসরি কলেজে এসে দায়িত্ব পালন করতে পারেননি। পরে অনলাইনে দায়িত্ব পালন করেই অবসর নেন।

Advertisement

এনএস/এমকেআর/এএসএম