খেলাধুলা

৭২ ঘণ্টা অপেক্ষা নয়, সন্ধ্যায়ই তামিমকে আনা হচ্ছে এভারকেয়ারে

৭২ ঘণ্টা অপেক্ষা নয়, সন্ধ্যায়ই তামিমকে আনা হচ্ছে এভারকেয়ারে

তামিম ইকবাল আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছেন। আজ সকালে কেবিনে একজনের সাহায্যে হাঁটাহাঁটিও করেছেন খানিকটা। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পরিবারের সদস্যরা তামিমকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসতে চেয়েছিলেন।

Advertisement

যদিও কেপিজে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর ও কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব বলেছিলেন, তামিম আপাতত শঙ্কামুক্ত হলেও তাকে ৭২ ঘণ্টা কোথাও স্থানান্তর না করাটাই হবে সবচেয়ে ভালো। স্থানান্তর করতে গেলে কোনো ঝুঁকি তৈরি হতে পারে।

কিন্তু এতটা সময় অপেক্ষা করতে মন সায় দিচ্ছে না তামিমের পরিবারের। জানা গেছে, তামিমকে সন্ধ্যার পরই নিয়ে আসা হচ্ছে ঢাকার এভারকেয়ার হাসপাতালে। প্রটোকল দিয়ে অ্যাম্বুলেন্স কিংবা গাড়িতে করে আনা হবে তামিমকে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তামিমের ঢাকার পথে রওয়ানা দেওয়ার কথা।

তামিমের চাচা আকরাম খান জাগো নিউজের সঙ্গে আলাপে বলেন, ‘ওর অবস্থা যেহেতু একটু স্টেবল মনে হচ্ছে। তাছাড়া আরও কয়েকদিন রাখতে হবে হাসপাতালে। কাজেই রিহাব, আরও চেকআপসহ অন্য বিষয়গুলোর কথা ভেবে এভারকেয়ারে আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

Advertisement

এআরবি/এমএমআর/এমএস