খেলাধুলা

নিউজিল্যান্ড দলে পাকিস্তানি তারকা, খেলবেন সালমান আগাদের বিপক্ষে

নিউজিল্যান্ড দলে পাকিস্তানি তারকা, খেলবেন সালমান আগাদের বিপক্ষে

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো কিউইদের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন মোহাম্মদ আব্বাস ও নিক কেলি।

Advertisement

ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএল খেলতে ভারত চলে আসায় এ সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। স্যান্টনার ছাড়াও আইপিএল খেলছেন গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্রা ও ডেভন কনওয়ে। নিজেকে আনঅ্যাভেইলেবল ঘোষণা করায় দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসনও।

মজার বিষয় হলো- পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানি তারকাকেই দলে নিয়ে সিরিজটি খেলবে নিউজিল্যান্ড। এরইমধ্যে অনেকে বুঝে ফেলেছেন, কার কথা বলা হচ্ছে। মোহাম্মদ আব্বাস, পাকিস্তানের লাহোরে জন্ম নেওয়া ক্রিকেটার। তিনিই এবার খেলবেন স্বদেশি সালমান আলী আগাদের বিপক্ষে।

মোহাম্মদ আব্বাসের বাবার নাম আজহার আব্বাস। বাবা আজহার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। এরপর ছেলে মোহাম্মদ আব্বাসের বয়স ১ বছর হলে সপরিবারে নিউজিল্যান্ড পাড়ি জমান আজহার। নিউজিল্যান্ড গিয়েও খেলেন ঘরোয়া ক্রিকেট। ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়ে খেলেছেন তিনি।

Advertisement

বাবার মতো ছেলেও খেলেছেন ওয়েলিংটনের হয়ে। আবার বাবা আজহার এখন ওয়েলিংটনের সহকারী কোচ।

গেল ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে নিউ প্লেমাউথের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকান আব্বাস। এ টুর্নামেন্টে ৪২.৫০ গড়ে ৩৪০ রান করেন তিনি।

প্রথমবার দলে ডাক পাওয়া নিক কেলিও ওয়েলিংটনের ক্রিকেটার। যে কারণে আব্বাস ও কেলিকে ওয়েলিংটন পিয়ার বলা হয়। গেল গ্রীষ্মে নিউজিল্যান্ড এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে খেলেছেন আব্বাস।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওডিআই স্কোয়াড

Advertisement

টম লাথাম (অধিনায়ক, উইকেটকিপার), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে (উইকেটকিপার), নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও'রর্কে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং।

এমএইচ/জিকেএস