বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাসের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিন অর্থাৎ, বৃহস্পতিবার (২৭ মার্চ) তারা ফেব্রুয়ারির বেতন ও ঈদুল ফিতরের বোনাসের টাকা পেতে পারেন।
Advertisement
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম এনালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে। তার মধ্যে আইবাস থেকে তথ্য পাঠানো অন্যতম। আইবাসের তথ্য পাঠানোর ক্ষেত্রে টেকনিক্যাল কিছু ইস্যু তৈরি হয়েছে। আমরা সেটি সমাধান করে দ্রুত বেতন-বোনাস ছাড়ের চেষ্টা করছি।
আজ কাজ শেষ করা গেলে বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের উৎসব ভাতা পাবেন বলেও জানান খন্দকার আজিজুর রহমান।
Advertisement
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হতো। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।
গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবরের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী-সময়ে ১ জানুয়ারি এক লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।
দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০-এর অধিক শিক্ষক-কর্মচারীকে ডিসেম্বরের বেতন দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন। তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও দেওয়া হয়নি।
এএএইচ/জেএইচ/জেআইএম
Advertisement