রাজধানীর কড়াইল বস্তিতে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ভাড়াটিয়ার মারধরে মনি বেগম (৩৫) নামে এক বাড়ির মালিক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন চার বছরের ভাড়া বকেয়া, বাড়িওয়ালার লোকজনের হামলায় যুবকের মৃত্যু বাড়তি ভাড়া নিয়ে তর্ক, যাত্রীদের মারধরে বাসচালক-কন্ডাক্টরের মৃত্যুনিহতের স্বামী মো. আনিস বলেন, আমাদের ভাড়াটিয়া সুলতান আমার স্ত্রী মনির কাছ থেকে এক মাস আগে ৪০ হাজার টাকা ধার নেন। পরে সময়মতো টাকা ফেরত দেননি। ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে সুলতানের পরিবারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সুলতান আমার স্ত্রীর তলপেটে লাথি মারেন। এ সময় মনি মাটিতে পড়ে যায়। এরপর সুলতানের স্ত্রী মমতাজ, মেয়ে মুন্নি ও ছেলে মনিকে মারধর করে ফেলে রাখে। পরে আমরা মনিকে হাসপাতালে নিয়ে যাই।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Advertisement
এমআরএম/জিকেএস