ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার গফরগাঁও সড়কে অভিযান চালিয়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম।
তিনি বলেন, বিকেলে উপজেলার গফরগাঁও সড়কে অবস্থিত পোড়াবাড়ি মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে বিক্রি করা হচ্ছে। এছাড়া একই এলাকায় রসের মিষ্টির দোকানে মেয়াদোত্তীর্ণ মিষ্টি সংরক্ষণ করে বিক্রি হচ্ছিল। এসময় পোড়াবাড়ি মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ১৫ হাজার ও রসের মিষ্টির দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম বলেন, প্রত্যেক উপজেলার বাজারগুলোতে আমাদের অভিযান চলছে। নির্ধারিত দামের চেয়ে খাদ্যপণ্যের দাম বেশি রাখাসহ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কোনো খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বিক্রির প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Advertisement
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম