বিনোদন

মাহফুজ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব, তথ্য না দিলেই শাস্তি

মাহফুজ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব, তথ্য না দিলেই শাস্তি

দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার পরিবারের আরও তিনজনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বাকিরা হলেন মাহফুজ আহমেদের স্ত্রী ইশরাত জাহান কাদের, শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও শাশুড়ি শরীফা কাদের।

Advertisement

আজ রোববার (২৩ মার্চ) এনবিআরে সেট্রোল ইন্টেলিজেন্স (সিআইসি) থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাদের নিজ নামে বা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম থাকা হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। তথ্য না দিলেই শাস্তি হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, এই চারজনের মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদী আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি একাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংসের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে বলা হয়।

তথ্য না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিআইসি। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এককালীন ৫০ হাজার টাকা এবং পরবর্তী সময়ে প্রতিদিনের জন্য ৫০০ টাকা হারে জরিমানা আরোপ করা হবে।

Advertisement

এর আগে একইদিন জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে চিঠি দেয় এনবিআরের সেট্রোল ইন্টেলিজেন্স সেল।

গুণি অভিনেতা মাহফুজ আহমেদ সাংবাদিতক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। ৯০ দশকে তিনি টিভিতে অভিনয় শুরু করেন। রোমান্টিক চরিত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠেন মাহফুজ। এরপর নিয়মিতই তিনি কাজ করেছেন টিভি নাটকে। আফসানা মিমি, বিপাশা হায়াত, মৌ, তাজিন আহমেদ, তারিন, দীপা খন্দকার, রিচি সোলায়মান, তানভিন সুইটি, শ্রাবন্তী, ঈশিতাসহ সমসাময়িক জনপ্রিয় সব অভিনেত্রীদের বিপরীতে তিনি অভিনয় করেছেন। তাকে সরব দেখা গেছে সিনেমাতেও।

গেল কয়েক বছর ধরে তিনি অভিনয়ে অনিয়মিত। নানামুখি ব্যবসায়ে ব্যস্ত ছিলেন। সর্বশেষ তার অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালে। চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটিতে মাহফুজের বিপরীতে ছিলেন শবনম বুবলী।

এলআইএ/জেআইএম

Advertisement