জাতীয়

ঈদযাত্রার প্রথম দিনে বিলম্বে ছাড়লো ২ ট্রেন

ঈদযাত্রার প্রথম দিনে বিলম্বে ছাড়লো ২ ট্রেন

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় চলা ট্রেনগুলোর মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দুটি ট্রেন বিলম্বে ছেড়েছে। ট্রেন দুটি হচ্ছে, কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস (৭৩৭) ও লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস (৮০৯)। এ ছাড়া বাকি ট্রেনগুলো কিছুটা বিলম্বে ছাড়ছে।

Advertisement

সোমবার (২৪ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস সকাল ৭টা ১৫ মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ৭টা ৫৫ মিনিটে স্টেশন ছাড়ে। বুড়িমারী এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি প্রায় ২ ঘণ্টা বিলম্বের সকাল ১০ টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে যায়।

আরও পড়ুন:

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

এ ছাড়া জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২৫ মিনিট বিলম্বে ছেড়ে যায়। একতা এক্সপ্রেস সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সাড়ে ১০টার পরে ছেড়ে যায়।

Advertisement

বিষয়টি নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিন সংকটের কারণে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে। লালমনিরহাট থেকে ঢাকায় আসা বুড়িমারী এক্সপ্রেসের ইঞ্জিনটি রেকে কানেক্ট করতে হয়েছে। এতে সময় লেগেছে। আর ইঞ্জিন রিপ্লেসমেন্টে সময় লেগেছে এগারোসিন্দুরের।

এনএস/এসএনআর/জেআইএম