ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতাল শাখা কমিটি আয়োজিত ইফতার মাহফিল চিকিৎসকদের মিলনমেলা পরিণত হয়েছে।
Advertisement
রোববার (২৩ মার্চ) বিকেলে ঢামেকের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ড্যাবের শাখা সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সহ-সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএমইউ ড্যাবের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার উপদেষ্টা অধ্যাপক ডা. কামরুল হাসান সরদার ও ঢামেকসুর প্রাক্তন ভিপি ডা. জাভেদ আহমেদ, ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. মোহাম্মদ কামরুল আলম (ভারপ্রাপ্ত)।
আরও উপস্থিত ছিলেন ডা নাজমুল হুদা বিপ্লব, ডা. আহসান হাবীব, ডা. জিয়াউর রহমান, ডা. আসাদুজ্জামান, ডা. এ কে এম মাহবুবুর রহমান রিপন, ডা. জাকিয়া সুলতানা নীলা, ডা. ইশরাত জাহান ইভা ও ডা. মীর রাশেক আলম অভি প্রমুখ।
Advertisement
এসইউজে/এমএএইচ/