বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাছাড়া একটি মার্কিন বিমানবাহী রণতরীতেও হামলা চালানোর দাবি করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি ইসরায়েলে ফের হামলা শুরুর ঘোষণা দেয় তারা।
ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও তুরস্কে বিরোধীনেতা কারাগারেতুরস্কের একটি আদালত ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ইমামোলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ানের একজন প্রধান প্রতিদ্বন্দ্বী।
Advertisement
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। এতে ফের লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা।
তীব্র গরমের পর পশ্চিমবঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসকলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কয়েকদিন আগে শুরু হয় তাপপ্রবাহ।আলিপুর আবহাওয়া দপ্তর এই তীব্র গরমের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে। কারণ এক পূর্বাভাসে জানানো হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝর। সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টি।
মোদীর ঘুম হারাম করেছে ইলন মাস্কের ‘গ্রক’, ভারতে আলোচনার ঝড়কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’কে কাজে লাগিয়ে যেসব চ্যাটবট তৈরি করেছে বিভিন্ন টেক কোম্পানি, এগুলোর কাছে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন ব্যবহারকারীরা। কোনো একটা প্রশ্ন করার পর ইন্টারনেটে প্রাপ্ত তথ্য-উপাত্ত ঘেঁটে একটা উত্তর দেয় এসব অ্যাপ। তবে উত্তর দেওয়ার সময় যদি ঠাট্টা করারও চেষ্টা থাকে ওই চ্যাটবটের?
চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎবেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর স্টিভ ডেইনস। এ সময় তার সঙ্গে আরও সাত মার্কিন নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Advertisement
পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুই হামলায় চার শ্রমিক ও চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) এসব হামলার ঘটনা ঘটে।
তালেবান নেতার ওপর পুরস্কারের ঘোষণা প্রত্যাহার যুক্তরাষ্ট্রেরতালেবান নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে ধরিয়ে দিতে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। এবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ওয়াশিংটন। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাজ্যের ইউক্রেন পরিকল্পনা নাকচ করে দিলো যুক্তরাষ্ট্রইউক্রেনে যুদ্ধবিরতি সমর্থনে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু পরিকল্পনাটিকে ‘লোক দেখানো’ ও ‘অর্থহীন’ মন্তব্য করে তা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
শ্রীলঙ্কায় জাপানি ‘সেকেন্ড হ্যান্ড’ গাড়ির আধিপত্যে ভাগ বসাবে চীন?শ্রীলঙ্কার গাড়ির বাজারে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করা জাপানের ব্যবহৃত (সেকেন্ড হ্যান্ড) গাড়িগুলো এখন চীনের বৈদ্যুতিক যানবাহনের (ইভি) প্রতিযোগিতার মুখে পড়েছে।
এমএসএম/জিকেএস