জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ক্যান্টনমেন্ট হোক বা রাজনৈতিক দল- যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদের অবস্থাও হবে দলটির মতোই।
Advertisement
রোববার (২৩ মার্চ) যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই। যারা তাদের পুনর্বাসনের পক্ষে কথা বলবেন, তারাই এনসিপির শত্রু। সংস্কার প্রক্রিয়া যদি সম্পন্ন করতে না পারি, তাহলে আওয়ামী লীগের বিচার সঠিকভাবে করা সম্ভব হবে না। এ সময় সরকারকে সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন রাষ্ট্রের নাম পরিবর্তন নয়, ৭১ ও ২৪ এক কাতারে রাখায় দ্বিমত বিএনপির মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনীরাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, সাহস থাকলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিন।
Advertisement
এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, এর প্রস্তুতি নিতে থাকুন।
এনএস/কেএসআর/জিকেএস