জাতীয়

সংবাদপত্রের সাড়ে ২৭ শতাংশ করপোরেট ট্যাক্স প্রত্যাহারের সুপারিশ

সংবাদপত্রের সাড়ে ২৭ শতাংশ করপোরেট ট্যাক্স প্রত্যাহারের সুপারিশ

সংবাদপত্রের ওপর ধার্য সাড়ে ২৭ শতাংশ করপোরেট ট্যাক্স তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

Advertisement

তিনি বলেন, ভালো পত্রিকাকে টিকিয়ে রাখতে হলে তাদের জন্য ভালো প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। যমুনার বাইরে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

কামাল আহমেদ বলেন, কমিশন চায় ন্যায্য, সুষ্ঠু ও স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে ভালো সংবাদপত্রও ভালো টেলিভিশন চ্যানেল এবং ভালো বেতার টিকে থাকুক।

Advertisement

আরও পড়ুনগণমাধ্যমে কালো টাকা ঢুকেছে: কামাল আহমেদ

তিনি বলেন, তাদের সমর্থন করতে হবে। কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে না, এ শিল্পকে নীতিগত সহায়তা প্রদান করতে হবে। এ কারণে সংবাদপত্রের ওপর ধার্য সাড়ে ২৭ শতাংশ ট্যাক্স তুলে দিতে হবে।

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান আরও বলেন, বিভিন্ন কোম্পানি তাদের যে অডিট অ্যাকাউন্ট রেজিস্টার অব জয়েন স্টক কোম্পানির কাছে পেশ করে, আমরা সেগুলো যাচাই করে দেখেছি। যে কোম্পানি করপোরেট ট্যাক্স দেওয়ার আগে প্রফিট করেছে তারা করপোরেট ট্যাক্স দেওয়ার পর দুই কোটি টাকা লোকসান গুনেছে। এ ধারা চলতে থাকলে এ শিল্প টিকবে না। এজন্যই কমিশন সুপারিশ করেছে ভালো পত্রিকা টিকিয়ে রাখতে হলে একটা ভালো প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে দিতে হবে।

এমইউ/ইএ/জেআইএম

Advertisement