গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ করেছে বলে জানিয়েছেন কমিশন প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, আইনটি প্রণয়নের ব্যাপারে সরকারকে সহায়তা করার জন্য একটি খসড়া অধ্যাদেশ জমা দেওয়া হয়েছে।
Advertisement
শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এর আগে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় সংস্কার কমিশন।
ব্রিফিংয়ে কামাল আহমেদ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। বিভিন্ন প্রতিবেদন তৈরির সময় এবং প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিভিন্ন সময় সাংবাদিকরা বিভিন্ন ধরনের হুমকি-ধমকির শিকার হন।
আরও পড়ুন ওয়ান হাউজ ওয়ান মিডিয়ার সুপারিশ বাংলাদেশের টিভি চ্যানেল বিদেশে দেখাতে ব্যবস্থা নেবে সরকার পত্রিকার সার্কুলেশন নিয়ে চরম জালিয়াতি হয়েছে: কামাল আহমেদশুধু তাই নয়, অনেক সময় শারীরিক হামলার পাশাপাশি আইনগতভাবেও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। ফলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়। এ থেকে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এজন্য সাংবাদিকতা সুরক্ষা আইন ও আইনের খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান।
Advertisement
এমইউ/ইএ/এএসএম