দেশজুড়ে

ধান ক্ষেতের মাঝে বাংলাদেশের মানচিত্র

ধান ক্ষেতের মাঝে বাংলাদেশের মানচিত্র

ধান ক্ষেতে দৃশ্যমান হয়ে উঠেছে বাংলাদেশের মানচিত্র। যা নজর কেড়েছে এলাকার মানুষের।

Advertisement

কুড়িগ্রামের নাওডাঙ্গা গ্রামের উলিপুর-নাজিমখান সড়ক সংলগ্ন এলাকায় বেগুনি জাতের চারা দিয়ে মানচিত্রটি ফুটিয়ে তোলেন স্কুলশিক্ষক জাফর সাদিক।

সোমবার (২৪ মার্চ) সকালে ওই গ্রামে গিয়ে কথা হয় জাফর সাদিকের সঙ্গে।

তিনি বলেন, কৃষি আমার পেশা না হলেও, প্রতিবছর নিজস্ব এবং জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। চলতি মৌসুমে এক একর ৫০ শতক জমিতে ব্রি-১০৮ জাতের ধানের চার রোপণ করেছি। বেগুনি জাতের চারা দিয়ে মানচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

Advertisement

তিনি আরও বলেন, স্কুল জীবন থেকে দেশের স্বাধীনতা, মানুষের প্রতি একটা মায়া, সম্মান অনুভব করি। এ অনুভূতি থেকে প্রতিবছর ধান ক্ষেতে মুক্তিযুদ্ধ, মানচিত্র ফুটিয়ে তোলা চেষ্টা করি। যা দেখে লোকজন বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।

জাফর সাদিক উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

জেডএইচ/এএসএম

Advertisement