দেশজুড়ে

মাটিরাঙায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ির মাটিরাঙায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী সুবি ত্রিপুরা (৩৫) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এসময় নিহতের বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন।

Advertisement

বুধবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী দুর্গম তাইন্দং ইউনিয়নের হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।

নিহত ইউপিডিএফ কর্মী সুবি ত্রিপুরা হেডম্যান পাড়ার বাসিন্দা বাসনা ত্রিপুরার ছেলে। আর আহত তারাবতী ত্রিপুরার স্বামীর নাম ধন ত্রিপুরা।

Advertisement

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা (৩৫) নিহত হয়। এসময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরার (২০) আহত হয়েছেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করেচেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। ঘটনাস্থল সীমান্তবর্তী ও দুর্গম হওয়ায় পুলিশ এখনো পৌঁছাতে পারেনি।

মুজিবুর রহমান ভূঁইয়া/এএইচ/জেআইএম

Advertisement