দেশজুড়ে

হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে এলেন ইতালি প্রবাসী

হেলিকপ্টারে চড়ে মাদারীপুরের নিজ গ্রামে ফিরেছেন ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারী। ছয় বছর পর তিনি দেশে ফিরেছেন।

Advertisement

সোমবার (১৭ মার্চ) দুপুরে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে হেলিকপ্টারে করে আসলে তাকে দেখতে মানুষ ভিড় করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের কাদের বেপারীর ছেলে উজ্জ্বল বেপারী লিবিয়া হয়ে ইতালি যান। পরে সেখানে গিয়ে মা-বাবা, স্ত্রীসহ পরিবারের বাকি সদস্যদের সেখানে নিয়ে যান। পরে ৬ বছর পর ইতালি থেকে বাংলাদেশে আসেন। শখ পূরণ করতে পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে আসেন।

দুপুর দেড়টার দিকে উজ্জ্বল বেপারী ও তার পরিবারের সদস্যদের নিয়ে আকাশ থেকে হেলিকপ্টার নামে নিজগ্রামের বাড়ির মাঠে। সেখানে তাদের ফুল দিয়ে বরণ করেন স্বজনরা।

Advertisement

হেলিকপ্টার দেখতে আসা রাশিদুল ইসলাম জানান, প্রথমবারের মতো কাছাকাছি হেলিকপ্টার দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এতো কাছ থেকে কখনই দেখিনি।

প্রবাসী উজ্জ্বল বেপারী বলেন, দীর্ঘদিন ধরে ইতালি থাকি। পরিবারের সদস্যদেরও বৈধভাবে ইতালি নিয়ে যাই। এলাকাবাসীর চাওয়া অনুযায়ী ও নিজের শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে বাড়িতে ফিরেছি। খুব আনন্দ লাগছে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস

Advertisement