বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড
বৈশ্বিক গোয়েন্দাপ্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সবেমাত্র আলোচনা শুরু করেছে। কিন্তু এটি (চরমপন্থা এবং সন্ত্রাসী উপাদানের উত্থান) এখনো উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয়।
ভারতে প্রকাশ্যে নামাজ পড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার
Advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, হোলি উৎসবের সময় ক্যাম্পাসে কিছু শিক্ষার্থী নামাজ আদায় করছিলেন- এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সংগঠনগুলো প্রতিবাদ জানায়। এরপরই খালিদ প্রধান (খালিদ মেওয়াতি) নামে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়।
ইস্পাত-অ্যালুমিনিয়ামে শুল্ক কমানোর ইচ্ছা নেই: ট্রাম্প
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক কমানোর কোনো পরিকল্পনা নেই মার্কিন প্রশাসনের। রোববার (১৬ মার্চ) এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দিলেন তিনি।
ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত না করার ‘কঠিন’ নিশ্চয়তা চায় রাশিয়া
Advertisement
রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, রাশিয়া শান্তি চুক্তিতে দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা চাইবে। তিনি স্পষ্ট করেন যে, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না। সেই সঙ্গে ইউক্রেনে কোনোভাবেই ন্যাটোর সেনা মোতায়েন করা চলবে না।
মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
আগামী মঙ্গলবার (১৮ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করতে পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ৪২ হাজার অভিবাসী আদালতের রায়ের অপেক্ষায়
আদালতের চূড়ান্ত রায় জানার অপেক্ষায় রয়েছেন যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী ৪২ হাজার অভিবাসী। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, এই অভিবাসীদের প্রাথমিক আবেদন হোম অফিস প্রত্যাখ্যান করার পর তারা আদালতে আপিল করেন। বিষয়টি এখন শুনানির অপেক্ষায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি
যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া বিখ্যাত ‘স্ট্যাচু অব লিবার্টি’ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একজন ফরাসি সদস্য। রাফায়েল গ্লাকসম্যান নামে ওই সদস্যের মতে, ফ্রান্স ঠিক যে কারণে মূর্তিটি উপহার দিয়েছিল, যুক্তরাষ্ট্র এখন আর সেই মূল্যবোধ ধারণ করে না।
ফের মার্কিন জাহাজে হুথিদের হামলা
ফের মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) একটি মার্কিন জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দুটি মার্কিন জাহাজে হামলা চালানো হলো।
পানির সঙ্গে লড়ছে যেসব শহর
কায়রো, মাদ্রিদ, হংকং, রিয়াদ ও জেদ্দার মতো অনেক শহর একসময় বন্যার ঝুঁকিতে ছিল। এখন তারাই খরার সঙ্গে লড়াই করছে। অন্যদিকে ভারত, কলম্বিয়া, নাইজেরিয়া ও পাকিস্তানের শুষ্ক শহরগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ভেনেজুয়েলার দুই শতাধিক নাগরিককে এল সালভাদরের কারাগারে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার দুই শতাধিক নাগরিককে এল সালভাদরের একটি সুপারম্যাক্স কারাগারে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের পক্ষ থেকে ভেনেজুয়েলার এই নাগরিকদের একটি গ্যাং দলের সদস্য হিসেবে অভিযোগ আনা হয়েছে। একজন মার্কিন বিচারক এই পদক্ষেপের বিরোধিতা করার পরেও তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এসএএইচ/এএসএম