দেশজুড়ে

নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেলো কৃষকের

ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. জয়নাল হাওলাদার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম গোদন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জয়নাল হাওলাদার তার বোরো ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। প্রতিদিনের ন্যায় সকালে ফাঁদ খুলতে গেলে বিদ্যুতের তারে তিনি জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জয়নাল হাওলাদার ওই এলাকার মৃত মেনহাছ উদ্দিন হাওলাদারের ছেলে।

তার ছেলে কবির হাওলাদার জানান, অনেক বেলা হয়ে গেলেও তিনি ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে বাড়ির পিছনে ক্ষেতে তাকে পড়ে থাকতে দেখে স্পর্শ করা মাত্র ছিটকে ফেলে দেয়। তখন দৌড়ে এসে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করি। কিন্তু বাবাকে বাঁচাতে পারিনি।

Advertisement

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, খবর পেয়ে ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আতিকুর রহমান/আরএইচ/এমএস