নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের ইফতার মাহফিল পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
Advertisement
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কল্যান্দী এলাকার মোল্লাপাড়া জামে মসজিদের সামনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেজন্য প্যান্ডেলও প্রস্তুত করা হয়। ইফতারের ৪০ মিনিট আগে কিছু লোকজন এসে বাধা দেন। তারা প্যান্ডেল খুলে নিয়ে যেতে বলেন। পরে আর সেখানে ইফতার মাহফিল হয়নি।
জামায়াতের আড়াইহাজার উপজেলার উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘সোমবার পূর্ব নির্ধারিত মাহমুদপুর ইউনিয়নের ইফতার ও আলোচনা সভার আয়োজন করে জামায়াতের মাহমুদপুর ইউনিয়ন শাখা। তবে ইফতারের ৪০ মিনিট আগে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর নির্দেশে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ১০-১৫ জনসহ এসে ইফতার মাহফিলে বাধা দেন। তারা প্যান্ডেল খুলে নিয়ে যেতে বলেন।’
Advertisement
তিনি আরও বলেন, তাদের বাধায় আতঙ্কিত হয়ে লোকজন চলে যান। পরে মসজিদের ভেতর সংক্ষিপ্ত পরিসরে ইফতারের আয়োজন করা হয়।
আড়াইহাজার দক্ষিণের সাবেক আমির মোতাহার হোসেন বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি থানার ওসিকে জানানো হয়েছে।
এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবে লোক মারফত শুনেছি এখানে আওয়ামী লীগের লোকজন শরিক হয়েছিল। জামায়াত নিয়ে আমাদের ভাবার সময় নেই।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে দেখা হবে।
Advertisement
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম