ধর্ম

রোজা রেখে অজু করার সময় যে সতর্কতা অবলম্বন করবেন

অজুর ফরজ কাজ চারটি। পুরো চেহারা ধোয়া, উভয় হাত কুনুইসহ ধোয়া, মাথা মাসাহ করা এবং উভয় পা টাখনু পর্যন্ত ধোয়া। অজুর এ চারটি ফরজের কথা কোরআনে এসেছে। আল্লাহ বলেন,

Advertisement

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡهَکُمۡ وَ اَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَ اَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ

হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠবে, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসাহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)। (সুরা মায়েদা: ৬)

এ ছাড়া অজুকে পরিপূর্ণ ও সুন্দর করতে অজুর বেশ কিছু সুন্নতও রয়েছে। এর মধ্যে দুটি সুন্নত হলো, ১. গড়গড়া করে ভালোভাবে কুলি করা ও ২. নাকের ভেতর পর্যন্ত পানি টেনে নিয়ে ভালোভাবে নাকে পানি দেওয়া। তবে এ দুটি কাজ সাধারণ অবস্থায় অজু করার সময় সুন্নত হলেও রোজাদারের জন্য সুন্নত নয়। রোজাদারের জন্য কুলি করার সময় গড়গড়া না করে এবং নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি টেনে না নিয়ে সতর্কতা বজায় রাখা সুন্নত। যেন গলা বা নাক দিয়ে পানি ঢুকে পেটে চলে না যায় এবং রোজা নষ্ট না হয়ে যায়।

Advertisement

লাকিত ইবনে সুবরা (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

أَسْبِغِ الْوضُوءَ وَخَلِّلْ بَيْن الأَصَابِعِ وَبَالَغْ في الاسْتِنْشَاقِ إِلاَّ أَنْ تكُونَ صَائمًا

উত্তমরূপে অজু করুন, আঙ্গুলের মাঝে খিলাল করুন আর ভালোভাবে নাকে পানি দিন। তবে রোজাদার হলে নয়। (সুনানে আবু দাউদ)

রোজা অবস্থায় অজু বা গোসলের সময় যদি রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতরে পানি চলে যায়, তাহলে রোযা ভেঙ্গে যাবে এবং ওই রোজা পরবর্তীতে কাজা করতে হবে।

Advertisement

এক নজরে অজুর সুন্নত কাজগুলো

১. অজুর নিয়ত করা।২. বিসমিল্লাহ পড়া।৩. উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা।৪. মিসওয়াক করা। ৫. কুলি করা। ৬. নাকে পানি দেওয়া। ৭. রোজাদার না হলে গড়গড়া করে কুলি করা ও ভেতরে পানি টেনে নিয়ে ভালোভাবে নাকে পানি দেওয়া।৮. প্রতিটি অঙ্গ তিনবার ধৌত করা।৯. দাড়ি খিলাল করা।১০. আঙুলসমূহ খিলাল করা। ১১. পূর্ণ মাথা মাসাহ করা। ১২. উভয় কানের ভেতরে ও বাইরে মাসেহ করা।১৩. মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা।১৪. গর্দান মাসেহ করা। ১৫. ধোয়ার সময় অঙ্গগুলোকে ঘষেমেজে ধোয়া। ১৬. একটি অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধোয়া। ১৭. অঙ্গগুলো ধোয়ার সময় ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপর হাত ধোয়া, এরপর মাথা মাসেহ করা এবং পা ধোয়া। ১৮. বাম হাত দিয়ে প্রথমে ডান হাত ধোয়া এবং বাম হাত দিয়ে প্রথমে ডান পা ধৌত করা।

ওএফএফ/জেআইএম