বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মালয়েশিয়া শাখার উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালকা মাহমুদ।
Advertisement
জাসাস মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক কাউসার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, মালয়েশিয়া বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক এম, এ কালাম, মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা আব্দুর রহিম, ক্লাং মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির আহমেদ ও সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার, সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, জাসাস নেতা আনোয়ার পারভেজ, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের প্রচার-সম্পাদক এম, এম মারুফ এলাহী, জাসাসের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল আহমেদ।
ইফতার পূর্বক আলোচনা সভা শেষে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জাসাস মালয়েশিয়া শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল হামিদ মিন্টু, জাসাস মালয়েশিয়া শাখার যুগ্ম-আহ্বায়ক শাওন আহম্মেদ ও ছোটন ভূঁইয়াসহ সকল নেতৃবৃন্দের সুস্থতা ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাসাসের যুগ্ম-আহ্বায়ক শাওন আহমেদ, যুগ্ম-আহমেদ আরিফ ইসলাম জন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জাসাস সিনিয়র নেতা ফয়সাল আহমেদ, সাবেক ছাত্রনেত্রী ও জাসাসের যুগ্ম-আহ্বায়ক ফাতেমা জোহরা মোমো। যুবনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাবু সরকার, বেল্লাল হোসেন ও স্বেচ্ছাসেবক নেতা পলাশ আহমেদ প্রমুখ।
Advertisement
এমআরএম/জিকেএস