দেশজুড়ে

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা

কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন (৩২) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

Advertisement

শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার বড় ঘারমোরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, বিল্লাল হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি ছিলেন। রাতে কে বা কারা তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম