আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উদযাপনে ঝুঁকি রয়েছে, তবে কোন হুমকি দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
Advertisement
রোববার (১৬ মার্চ) পবিত্র ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে সিনিয়র সচিব এ কথা বলেন।
তিনি বলেন, এখন রমজান চলছে। সামনে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, এরপর ঈদের ছুটি। তাই এগুলোর ক্ষেত্রে কোনো হুমকি আছে কি না সেগুলো আমরা বিশ্লেষণ করেছি। এছাড়া ঈদের সময় যে শ্রমিক অসন্তোষের বিষয় থাকে সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ হয়েছে।
সিনিয়র সচিব বলেন, শ্রমিকদের বেতন যাতে নির্ধারিত সময়ে দেওয়া হয়, সেটা নিশ্চিত করার জন্য বিজিএমইএ, বিকেএমইএ'র যারা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেছি।
Advertisement
পর্যায়ক্রমে ছুটি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না এ বিষয়ে তিনি বলেন, সেটা হতে পারে, বিস্তারিত তারা দেখবে। আমরা বলেছি বেতনটা যাতে সবাই নির্ধারিত সময়ে পায়। কোনো সম্পদ যাতে ধ্বংস না হয়।
'যাত্রীরা যেসব জায়গায় যাতায়াত করবেন সেখানে যাতে চাঁদাবাজি ছিনতাই না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। শপিংমলগুলোতে পুলিশ কমিশনার আগে যেটা বলেছেন সেগুলোর ব্যবস্থা করেছি।'
২৬ মার্চ সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি না, এ বিষয়ে সচিব বলেন, 'নিরাপত্তা ঝুঁকি তো দেখছি না আমি।'
স্বাধীনতা দিবসে এবারও কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন সিনিয়র সচিব। তিনি বলেন, 'উপদেষ্টা বলেছেন যুদ্ধকালীন তৎপরতায় আছি। আমরা আনন্দ করার মেজাজে নেই।'
Advertisement
আরও পড়ুন:
অন্তর্কোন্দলেও সীমান্ত হত্যা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টাঈদের ছুটিতে চুরি-ডাকাতি রোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, 'আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে। কাজ চলছে, ইনশাআল্লাহ আমরা কোনো থ্রেট (হুমকি) দেখছি না। ঝুঁকি রয়েছে, তবে আমরা কোনো হুমকি দেখছি না।'
আরএমএম/এমএইচআর/এমএস