ফেব্রুয়ারি মাসেই শেষ হলো অমর একুশে বইমেলা। তার রেশ কাটতে না কাটতেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হতে যাচ্ছে ‘অনলাইন ঈদ বই উৎসব’।
Advertisement
১৬ মার্চ বিকেল ৩টায় বই উৎসব উদ্বোধন করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখতে পারেন গ্রন্থিক প্রকাশনের ফেসবুক পেজ এবং বই দেশের ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন
সাংবাদিক ফারুক মেহেদীর বইয়ের মোড়ক উন্মোচন শান্তা ফারজানার ‘ইতি-কল্পনা’র মোড়ক উন্মোচনআয়োজকরা জানান, ১৬ মার্চ শুরু হওয়া এই বই উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত। দেশের ১১টি প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ নেবে। নিশ্চিত ৩০% ছাড়ে বই বিক্রি করা হবে এ উৎসবে। অনলাইন ঈদ বই উৎসবে অনন্যা, অন্বেষা প্রকাশন, কবি প্রকাশনী, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশন, দ্যু প্রকাশন, দেশ পাবলিকেশন, ভাষাচিত্র, র্যামন পাবলিশার্স, শব্দশৈলী এবং সংবেদ প্রকাশনীর বই পাবেন পাঠক।
Advertisement
এসইউ/এমএস