খেলাধুলা

মুমিনুলের সেঞ্চুরি মিস, ব্রাদার্সকে উড়িয়ে শীর্ষে আবাহনী

মুমিনুল হক শুধু টেস্ট খেলোয়াড় নন, দলের প্রয়োজনে ঝোড়ো ব্যাটিংও করতে পারেন-এমনটা দেখিয়েছেন আগেও। আরেকবার আজ (শনিবার) দেখালেন ঢাকা প্রিমিয়ার লিগে।

Advertisement

ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন মুমিনুল। যদিও মাত্র ৮ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। তবে জিতেছে মুমিনুলদের দল আবাহনী।

সাভার বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে আজ ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পাঁচ ম্যাচে এটি আবাহনীর চতুর্থ জয়, সমান ম্যাচে চতুর্থ হার ব্রাদার্সের। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আবাহনী। সমান পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থেকে গাজী গ্রুপ দুইয়ে আর মোহামেডান তিন নম্বরে।

টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল ব্রাদার্স। ৫৩ রানে তারা আবাহনীর ৩ উইকেটও তুলে নিয়েছিল। ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন পারভেজ হোসেন ইমন (১০ বলে ৫), নাজমুল হোসেন শান্ত (২৩ বলে ১২)। জিসান আলম ভালো শুরু করেও ২৫ বলে ২৭ রানের বেশি করতে পারেননি।

Advertisement

এরপর মুমিনুল আর মোহাম্মদ মিঠুনের ১৪৩ রানের বিশাল জুটি। মারকুটে ব্যাটিং করা মুমিনুল আইচ মোল্লার বলে বোল্ড হওয়ার আগে ৭৪ বলে করেন ৯২ রান। ঝোড়ো ইনিংসে ৭টি চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি।

৮৬ বলে ৩ চার আর ২ ছক্কায় ৭১ রান আসে মিঠুনের ব্যাট থেকে। এরপর মোসাদ্দেক হোসেনের ২৩, মাহফুজুর রহমান রাব্বির অপরাজিত ২৮ আর রাকিবুল হাসানের ২২ রানে ৮ উইকেটে ৩১০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আবাহনী।

আল আমিন হোসেন ৪১ রানে নেন ২টি উইকেট।

জবাবে পুরো ৫০ ওভার খেললেও ৭ উইকেটে ২৩০ রানের বেশি এগোতে পারেনি ব্রাদার্স। অধিনায়ক মিশুকুর রহমান ছাড়া আর কেউ বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেননি। মিশুকুর ৭৮ বলে ৩ চার আর ৪ ছক্কায় খেলেন ৮৪ রানের ইনিংস।

Advertisement

এছাড়া মিজানুর রহমান ৫৩ বলে ৪৫ আর অলক কাপালির ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৩ রান।

মোসাদ্দেক হোসেন ৭ ওভারে মাত্র ১২ রানে নেন ২টি উইকেট। এসএম মেহরুব ৫ ওভারে ৩১ রান খরচ করে শিকার করেন ২ উইকেট।

এমএমআর/এএসএম