মতামত

ঘৃণা নয় ভালোবাসা ছড়িয়ে দিন

 

বিশ্বজুড়ে আজ এক অস্থির পরিস্থিতি। হানাহানি, মারামারি, বিদ্বেষ- যেন এটাই এখনকার জীবনের প্রতিচ্ছবি। মানুষে মানুষে বিভেদ, ধর্মের নামে হানাহানি, জাতিগত বিদ্বেষ- এসব যেন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, সহমর্মিতা আর মানবতার। ঘৃণা নয়, ভালোবাসার মন্ত্রেই আমরা পারি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে।

Advertisement

ঘৃণা আর বিদ্বেষ শুধু ধ্বংস ডেকে আনে। এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা যায় না। বরং ঘৃণা আরও ঘৃণা জন্ম দেয়, বিদ্বেষ আরও বিদ্বেষ ছড়ায়। ভালোবাসাই একমাত্র পথ, যা দিয়ে আমরা মানুষের মন জয় করতে পারি। ভালোবাসা দিয়ে হিংসা দূর করা যায়, ঘৃণা মুছে ফেলা যায়।

ভালোবাসা কোনো ধর্ম বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা সর্বজনীন। মানুষ হিসেবে আমরা সবাই সমান। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। ধর্ম, জাতি, বর্ণ- এসবের ঊর্ধ্বে ওঠে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে।

ভালোবাসা শুরু হয় নিজের থেকে। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের ভেতরের মানুষটিকে চিনুন। যখন আমরা নিজেদের ভালোবাসি, তখন অন্যের প্রতিও ভালোবাসা জাগে। নিজের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে, অন্যের প্রতিও শ্রদ্ধা তৈরি হয়।

Advertisement

পরিবার থেকে শুরু হয় ভালোবাসার শিক্ষা। বাবা-মা, ভাই-বোন - এদের প্রতি ভালোবাসা আমাদের জীবনের প্রথম পাঠ। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা থাকলে, সমাজে ভালোবাসার প্রসার হয়। পরিবার হলো সমাজের ভিত্তি। এই ভিত্তি যদি মজবুত হয়, তাহলে সমাজও শক্তিশালী হয়।

প্রতিবেশী এবং বন্ধুদের সঙ্গেও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত। তাদের সুখে-দুঃখে পাশে থাকুন। তাদের সাহায্য করুন। যখন আমরা একে অপরের প্রতি ভালোবাসা দেখাই, তখন একটি সুন্দর সমাজ তৈরি হয়।

শুধু মানুষ নয়, পশু-পাখিদের প্রতিও ভালোবাসা দেখাতে হবে। তারা প্রকৃতির অংশ। তাদের প্রতি নিষ্ঠুর হলে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। পশু-পাখিদেরও বাঁচার অধিকার আছে। তাদের প্রতি সদয় হোন, তাদের খাবার দিন।

প্রকৃতিকে ভালোবাসুন। গাছপালা, নদী-নালা, পাহাড়-পর্বত - সবকিছুই প্রকৃতির অংশ। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়। এর প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। গাছ লাগান, পরিবেশ পরিষ্কার রাখুন।

Advertisement

ভালোবাসা শুধু কথা নয়, এটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। কাউকে ভালোবাসলে, তার জন্য কিছু করুন। তার বিপদে পাশে দাঁড়ান। তাকে সাহায্য করুন। আপনার ছোট একটি কাজও অন্যের জীবনে পরিবর্তন আনতে পারে।

আজকাল সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো খুব সহজ হয়ে গেছে। অনেকে না বুঝে, না জেনে অন্যের ধর্ম, জাতি বা বর্ণ নিয়ে খারাপ কথা বলে। এটা ঠিক নয়। আমাদের মনে রাখতে হবে, আমরা যা বলি, তার প্রভাব সমাজে পড়ে। তাই সামাজিক মাধ্যমে কোনো কথা বলার আগে, তা ভালোভাবে ভেবে নেওয়া উচিত।

ঘৃণা নয়, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নিজের পরিবার থেকে শুরু করে, সমাজ, দেশ এবং বিশ্ব - সর্বত্র ভালোবাসার বার্তা পৌঁছে দিতে হবে।

আমরা সবাই মানুষ। আমাদের মধ্যে ভুল-ত্রুটি হতে পারে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে, আমাদের উচিত ভালোবাসার পথে চলা। ঘৃণা নয়, ভালোবাসাই হোক আমাদের জীবনের মূলমন্ত্র।

এই পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি আনতে হলে, ভালোবাসার কোনো বিকল্প নেই। আসুন, আমরা সবাই মিলে ভালোবাসার একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি।

লেখক, কলামিস্ট, ইউটিউবার এবং ফাইনান্স ও বিজনেস স্ট্রাটেজিস্ট অ্যান্ড সিইও, ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল।

এইচআর/এমএস