ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। শুক্রবার (১৪ মার্চ) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
ইরাকের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইরাকের নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেট নেতা আবদুল্লাহ মাকি মুসলেহ আল-রিফাইকে হত্যা করেছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে মিলে ইরাকি বাহিনী গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করছে।
এদিকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একটি অস্থায়ী সংবিধানে সই করেছেন। যা পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর হবে। বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করার তিন মাস পর অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন সিরিয়ার বিদ্রোহে নেতৃত্ব দেওয়া এই নেতা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) নথিতে স্বাক্ষর করার সময় আল-শারা বলেন, তিনি আশা করেন যে এই সংবিধান সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে ও অনাচার, নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
Advertisement
সংবিধানের খসড়া কমিটির সদস্য আব্দুলহামিদ আল-আওয়াক বলেন, অস্থায়ী সংবিধানে আগের সংবিধানের কিছু বিষয় রাখা হয়েছে। যেমন রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে ও আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে।
আল-আওয়াক বলেন, এই নথিতে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। তিনি আরও বলেন, এটি সিরিয়ার নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখবে।
সূত্র: রয়টার্স
এমএসএম
Advertisement