সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পশ্চিমবঙ্গজুড়ে উপদযাপিত হয়েছে রঙের উৎসব দোল পূর্ণিমা। এই দোল উৎসবেকে কেন্দ্র করে শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
Advertisement
এই দিন বিভিন্ন রংয়ের আবির বয়স্কদের পায়ে দিয়ে, মিষ্টি খাইয়ে আশির্বাদ নেওয়া হয়। বীরভূম জেলার শান্তিনিকেতনের বোলপুরে দেশ-বিদেশের পর্যটকরা দোল উৎসব উদযাপন করেন। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর দোলযাত্রার উৎসবের প্রথম সূচনা করেছিলেন।
তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দীলিপ ঘোষ, সিপিএম নেতা বিমান বসু এই রঙের উৎসবে যোগ দেন।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য পার্থ ভৌমিক বলেন, সবাই হোলি উৎসব পালন করছে শান্তিপূর্ণভাবে। বিরোধীরা টিভির পর্দায় আছে মাঠে ময়দানে নেই।
Advertisement
রঙের উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানান, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তা জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।
হোলি উপলক্ষে নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়ে বলেন, আমি আপনাদের সবাইকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি। আনন্দে ভরা এই উৎসব সবার জীবনের নতুন উৎসাহ শক্তির সঞ্চার করবে এবং দেশবাসীর মধ্যে ঐক্যের রং সঞ্চালিত করবে।
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শুভেচ্ছা বার্তায় জানান, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার প্রতিটি মানুষের জীবন শান্তি সম্প্রীতি ও ভালোবাসার রং এ রাঙিয়ে উঠুক। বাংলার মানুষে মানুষ যে ভালোবাসার বন্ধন তা আরও সুদৃঢ় হোক।
ডিডি/এমএসএম
Advertisement