ভোলায় পুকুরে গোসলে গিয়ে রাবেয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
Advertisement
রাবেয়া ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের সলিমুদ্দিন ফরাজি বাড়ির মো. ইব্রাহীমের মেয়ে।
নিহতের খালু মো. আলী আকবর জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাবেয়া তাদের বসতঘরের পিছনে পুকুরের অন্য শিশুদের সঙ্গে গোসলে যায়। পরে তার সঙ্গে থাকা শিশুরা রাবেয়ার দাদিকে খবর দেয়। পরে পুকুরে নেমে সবাই রাবেয়াকে খুঁজতে থাকে। এ পর্যায়ে রাবেয়াকে পেয়ে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Advertisement
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস